আজ ২৯ রামাদ্বান ১৮৪৪ হিজরী দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কোনাগ্রাম মাদ্রাসা শাখার পুরস্কার এবং বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এতে উপস্থিত ছিলেন কোনাগ্রাম মাদ্রাসার সুপার কাওছার আহমদ, ইছামতি কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা ক্বারী আামিনুল ইসলাম প্রধান ক্বারী , দরিুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কোনাগ্রাম মাদ্রাসা শাখা।
উক্ত মাহফিলে পুরস্কার দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীিদের বিভিন্ন দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
পরিচালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহীম, আবু বক্কর ছিদ্দিক, রেজা ওয়াদুদ, নাইম আহমদ সহ অত্র মাদ্রাসা শাখার ক্বারী ও ক্বারীয়াগণ।
উক্ত অনুষ্ঠানের পুরস্কার হাদিয়া দেওয়া হয়েছে হেল্পিং আদারস বিডি এর পক্ষ থেকে। এছাড়াও গ্রামের অনেক দেশি এবং প্রবাসীদের অর্থায়ণে উক্ত অনুষঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্টানের সরাসরি ভিডিও দেখতে