সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংস্থা। এই সংস্থাটি ২৩শে ডিসেম্বর ২০২২ইং তারিখে ইউটিউবে প্রকাশিত হলেও আমাদের ছড়াছড়ি অনেক আগে থেকেই । আমাদের এই সংস্থাটি এক বা কখনো একাধিক ব্যক্তিদের অর্থায়নে পরিচালিত হয়। আমরা সরাসরি সাধারণভাবে কোনো আর্থিক অনুদান নেই না, শুধুমাত্র স্ক্যামারদের জন্য। আমাদের যতদুর সামর্থ্য রয়েছে তা দিয়ে সর্বচ্ছ চেষ্টা করি ।

২০২২ থেকে শুরু

২০২২ এর ডিসেম্বর থেকে অনলাইন জগতে প্রবেশ “হেল্পিং আদার’স বিডি”

৫+ জন প্রতিনিধি

“হেল্পিং আদার’স বিডি” প্রথমে ৪ জন সদস্যর হলেও স্থায়ী হিসেবে ৫ জন একটিভ সাথে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে শতাধিক কর্মী

সমগ্র বাংলাদেশে

“হেল্পিং আদার’স বিডি” শুধুই সিলেট নিয়ে কাজ করে না বরং সমগ্র বাংলাদেশ আমাদের কার্যক্রম রয়েছে।

আমরা মানবতার জন্য বাচতে চাই এবং মানুষকে মানবতার পথে উৎসাহিত করি যেন, একে অন্যকে সাহায্য করে।

আমাদের ইতিহাস এখনো হয় নাই অচীরেই তা ইতিহাস হবে ইনশা আল্লাহ।

আমরা ওয়াদা করি না যতদুর সম্ভব সহায়তা করি।

“আমরা অনলাইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করিনা কেউ প্রতারণার শিকার হলে “হেল্পিং আদার’স বিডি” কখনোই দায়ী নয়”।